बिहार patna_biharpoltics #@punpunexpressन्यू24 पुनपुन बिहार क्राइम न्यूज़। राजनीति नगर परिषद 2023/धर्म -भक्ति ,राशिफल आयुर्वेद-कला बिहार सरकार नामंकन , फ़िल्म जगत की खबरें...youtubeचैनल क्लिक करें और subscribe लाइकपटना बिहार ,अलग -अलग राज्यो के महत्वपूर्ण खबरें /नालंदा ,मसौढ़ी,फुलवारी की खबरें
बंगाल( পশিম বাংলা ) : বাংলা সঙ্গীত মেলায় অতিথি শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করলেন
অখিলভারত হিন্দুমহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী
পশ্চিমবঙ্গ সরকার তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত "বাংলা সঙ্গীত মেলায়" বিশিষ্ঠ অতিথি শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করলেন অখিলভারত হিন্দুমহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী। পদ্মভূষণ পণ্ডিত অজয় চক্রবর্তীর ছাত্র চন্দ্রচূড় গোস্বামী মূলত উচ্চাঙ্গ সঙ্গীত গাইলেও আজ তিনি একটি প্রচলিত লোকগীতি "আজই গানের তালে হৃদয় দোলে" এবং কিশোর কুমারের জনপ্রিয় আধুনিক "হওয়া মেঘ সরায়ে" গান দুটি পরিবেশন করলেন । উপস্থিত দর্শকরা চন্দ্রচূড় গোস্বামীর সুরেলা কন্ঠের সঙ্গীত
পরিবেশনা অত্যন্ত আনন্দের সাথে উপভোগ করলেন। রাজনীতির বাইরে মেধাবী ছাত্র শিক্ষাবিদ চন্দ্রচূড় গোস্বামীর গান ও ব্যাডমিন্টন খেলায় দক্ষতা অবশ্যই অনেকের কাছে উচ্চ প্রশংসিত । চন্দ্রচূড় গোস্বামীর কথায় "সঙ্গীতের আসর এবং খেলার মাঠ এমন দুটি জায়গা যা মানুষকে শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ থাকতে সাহায্য করে । অনেক মতপার্থক্য দূর করে মানুষকে মানুষের কাছেও এনে দেয় এই দুটি মাধ্যম । পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যা খেলার মাঠে বা কোনো সঙ্গীতের আসরে গান শোনার পর এক কাপ চা হাতে নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা যায়না ।" চন্দ্রচূড় বাবু আরো বলেন সাংস্কৃতিক জগতের সাথে কখনো রাজনীতিকে গুলিয়ে ফেলা উচিৎ নয় । আগামী দিনে বিভিন্ন রাজনৈতিক দলের বিশিষ্ঠ রাজনীতিবিদ যারা গান গাইতে ভালোবাসেন তাদের সাথে একসাথে গানের অ্যালবাম করার ইচ্ছাও প্রকাশ করেন অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী।
0 Comments
Thanks to comment